Alligator Attack in US: পোষ্য কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন মহিলা। কিন্তু আর বাড়ি ফেরা হল না ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সের বাসিন্দার। কুমিরের কামড়ে মৃত্যু হল ৮৫ বছরের বৃদ্ধার। চাঞ্চল্য এলাকায়।
স্থানীয় মিডিয়া সূত্রে খবর, এদিন নিজের পোষ্যকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন ৮৫ বছরের ওই বৃদ্ধা। পথে কুমিরটি জল থেকে বেরিয়ে এসে প্রথমে তাঁর কুকুরকে আক্রমণ করে। পোষ্যকে বাঁচাতে এগিয়ে আসেন বৃদ্ধা। এরপর ১০ ফিটের ওই সরীসৃপটি বৃদ্ধার উপর হামলা করে। কুমিরের আক্রমণে মৃত্যু হয়েছে বৃদ্ধার। যদিও ডাঙ্গায় কুমিরের আক্রমণে মৃত্যুর ঘটনা খুবই অস্বাভাবিক বলেই মনে করছে ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিশন।
আরও পড়ুনঃ ফের ক্ষেপনাস্ত্র হামলা চালাতে পারে রাশিয়া, যুদ্ধে জয়ী হবে ইউক্রেনই, চোয়াল শক্ত জেলেনস্কির
কমিশনের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, কুমিরের আক্রমণ থেকে কুকুরটি বেঁচে যায় কিন্তু আক্রান্ত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বৃদ্ধাকে প্রাণে বাঁচানো যায়নি। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের জানায়, কুমিরটি জল থেকে বেরিয়ে আচমকাই বৃদ্ধার পোষ্যকে হামলা করে। পোষ্যকে বাঁচাতে গিয়ে ওই বৃদ্ধার উপর আক্রমণ করে ৩ মিটার দৈর্ঘ্যের কুমিরটি। তাঁরা ছুটে এসে কুমিরটিকে তাড়ায়। তারপর আহত বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।