বেজিং, ২০ জানুয়ারি: অক্টোবরের পর আর প্রকাশ্যে দেখা যায়নি চিনের অন্যতম ধনী উদ্যোগপতি তথা আলিবাবার মালিক জ্যাক মা’কে। গতমাসেই তাঁর এই উধাও হয়ে যাওয়া নিয়ে রহস্য ঘনীভূত হয়েছিল। কোথায় গেলেন জ্যাক মা, জানতে বিশ্বজুড়ে অনুসন্ধান শুরু করে বিভিন্ন সংবাদ সংস্থা ও সংবাদ মাধ্যম। সবাইকে অবাক করে নতুন বছরে প্রকাশ্যে এলেন জ্যাক মা। দেশের প্রায় ১০০ জন গ্রামীণ শিক্ষকের সঙ্গে এদিন ভিডিও কনফারেন্সে বার্তালাপ করেন আলিবাবা-র কর্ণধার। সেখানেই তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, মহামারী চলে গেলেই আমরা আবার দেখা করব। চিনের সরকারের প্রসাদ ধন্য ঝেইজ্যাং অনলাইনের নিউজ পোর্টাল তিনামাউ নিউজের তরফে বুধবারের এই বৈঠকের খবর প্রকাশিত হয়। আরও পড়ুন- Madhya Pradesh: দলিত কিশোরীকে ধর্ষণের পর প্রমাণ লোপাটে জীবন্ত কবর দিল অভিযুক্ত
#Alibaba founder Jack Ma Yun @JackMa, the English teacher turned entrepreneur, met with 100 rural teachers from across the country via video link on Wednesday. “We’ll meet again after the [COVID-19] epidemic is over,” he said to them: report pic.twitter.com/oj2JQqZGnI
— Global Times (@globaltimesnews) January 20, 2021
উল্লেখ্য, চিনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা-র প্রতিষ্ঠাতা জ্যাক মা-কে (Jack Ma) গত দু’মাস ধরে কেউ দেখেননি। এশিয়ার অন্যতম ধনীব্যক্তি জ্যাক মা গত বছর অক্টোবরে চিনের অর্থনৈতিক শাসন নিয়ে এক সমালোচনা মূলক বক্তব্য রাখেন। এর পরে পরেই তাঁর সংস্থা অ্যান্ট গ্রুপ যে ৩৭ বিলিয়ন মার্কিন ডলারের পাবলিক অফার করেছিল, তা স্থগিত হয়ে যায়। সরকারের বিরাগভাজন হন জ্যাক মা। তাঁর সমালোচনা ভালো চোখে নেয়নি শি জিনপিংয়ের সরকার। এবং এই ঘটনার পরে আলিবাবা গ্রুপের বিরুদ্ধে অ্যান্টি মনোপলি শুরু করে চিনের সরকার। ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে জ্যাক মার সংস্থা অ্যান্ট গ্রুপকে বসিয়ে দেওয়া হয়। “আফ্রিকাস বিজনেস হিরোস” নামের একটি ট্যালেন্ট শো রয়েছে আলিবাবা কর্তা জ্যাক মা’র। তবে এই রিয়্যালিটি শোয়ের চূড়ান্ত পর্বে এবার জ্যাক মা’কে দেখা যায়নি। যদিও তিনি রিয়্যালিটি শো প্যানেলের একজন বিচারক ছিলেন। শোয়ের ওয়েবসাইট থেকে তাঁর ছবি সরিয়ে ফেলা হয়।
যখন চিনা বিলিওনেয়ারের হালহকিকত জানতে বিশ্বজুড়ে তৎপরতা শুরু হয়েছে তখন সংবাদ মাধ্যম সিএনবিসি-র তরফে ডেভিড ফেবার জানালেন, ভাল আছেন জ্যাক মা (Jack Ma)। আলিবাবার সদর দপ্তর হাংঝউতে আছেন তিনি। তবে আমরা ভুলে গেছি যে তিনি দীর্ঘদিন হয়ে গেল আলিবাবার ম্যানেজমেন্টে নেই। তাই রীতিমতো উদ্দেশপূ্র্ণভাবেই প্রকাশ্যে আসছেন না। এবং আগামী বেশ কিছুদিন তিনি অন্তরালেই থাকবেন। তবে জ্যাক মা’র ক্ষেত্রে এই ঘটনা নতুন কিছু নয়। দেশের সরকারের সঙ্গে দ্বন্দ্বের জেরে এর আগেও তিনি এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন। এবং তিনি ঠিকই থেকেছেন। এবারও তার ব্যাতিক্রম হবে না আশা করা যায়।