কাবুল, ১ সেপ্টেম্বর: তালিবান (Taliban) আফগানিস্তান (Afghanistan) দখলর পর থেকেই গোটা বিশ্ব জুড়ে শোরগোল শুরু হয়েছে৷ আফগানিস্তান দখলের পর তালিবানকে শুভেচ্ছা জানাল কুখ্যাত জঙ্গি সংগঠন আল কায়দা৷ তালিবান যে কায়দায় আফগানিস্তানে জয় পেয়েছে, তার জন্য তাদের শুভেচ্ছা বার্তা জানানো হয় আল কায়দার তরফে৷ যা প্রকাশ্যে আসতেই ফের প্রমাদ গুনতে শুরু করেছে প্রায় গোটা বিশ্ব৷
তালিবানকে শুভেচ্ছা জানাতে গিয়ে আল কায়দা (Al-Qaeda) যে বার্তা দেয়, সেখানে বলা হয়, ইসলামের 'শত্রুদের' হাত থেকে এবার কাশ্মীরকে 'মুক্ত' করা হবে৷ শুধু তাই নয়, আল কায়দার বার্তায় বলা হয়, এবার কাশ্মীর (Kashmir), লেভান্ত, সোমালিয়া, ইয়েমেনকে 'মুক্তি' করা হবে ইসলাম বিরোধীদের হাত থেকে৷ পাশাপাশি বিশ্ব জুড়ে এবার মুসলিম বন্দিদের মুক্তি দেওয়া হোক বলেও তালিবানের শুভেচ্ছা বার্তায় জানায় আল কায়দা৷ উপরওয়ালার আশীর্বাদেই আফগানিস্তানে তালিবান জয় পেয়েছে বলেও মন্তব্য করে আল কায়দা৷ আল কায়দার এই বার্তায় ভারতের কপালে কার্যত চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে বলেই মনে করছেন কূটনীতিকরা৷
আরও পড়ুন: Delhi: দিল্লি না কি নায়গ্রা জলপ্রপাত? রাজধানী শহরের চমকে দেওয়া ভিডিয়োতে তোলপাড়
গত ১৫ আগাস্ট কাবুল (Kabul) দখল করে তালিবান৷ কাবুল দখলের পরপরই আফগানিস্তান ছাড়তে শুরু করেন বহু মানুষ৷ ৩১ অগাস্ট কাবুল থেকে আমেরিকার (US) শেষ বিমান ওড়ার পর, ওই দিনটিকে আফগানিস্তানের 'স্বাধীনতা দিবস' হিসেবে ঘোষণা করে তালিবান৷ আফগানিস্তানে এবার থেকে কোনও দেশকে অনধিকার প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানায় তালিবান৷ পাশাপাশি আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে কোনও জঙ্গি কার্যকলাপ বরদাস্ত করা হবে না বলেও জানায় তালিবান৷
তবে তালিবান যে বার্তাই দিক না কেন, আফগানিস্তান দখলের পর তাদের সঙ্গে আল কায়দা থেকে শুরু করে হাক্কানি নেটওয়ার্ক বা জইশ-ই-মহম্মদের মতো পাক জঙ্গিদের সংস্পর্শ যেভাবে প্রকাশ্যে আসছে, তা নিয়ে চিন্তায় গোটা বিশ্ব৷