দিল্লি, ১ সেপ্টেম্বর: গত কয়েকদিন ধরে দিল্লি (Delhi) জুড়ে জোরদার বৃষ্টি শুরু হয়েছে৷ দিল্লিতে গত ৩ দিন ধরে এক নাগাড়ে বৃষ্টির জেরে কনৌট প্লেস এলাকায় যে ছবি ধরা পড়ল, সেই ছবি দেখে চমকে উঠেছেন অনেকেই৷ এমনকী, রাজধানী শহরের ওই ছবি দেখে দিল্লি না কি নায়গ্রা জলপ্রপাত (Niagara falls) বলে প্রশ্ন তোলেন অনেকে৷ দিল্লির ওই ছবি এবং ভিডিয়ো দেখে কেউ কেউ রাজধানী শহরকে 'ওয়াটারফল সিটি' বলে মন্তব্য করেন৷ দেখুন সেই ভিডিয়ো...
Welcome to the #WaterfallCity of #Delhi #DelhiRains pic.twitter.com/ZQtYbwvFB6
— Sanjay Raina (@sanjayraina) August 31, 2021
গত কয়েকদিন ধরে যেভাবে জোরদার বৃষ্টি (Heavy Rain) শুরু হয়েছে, তার জেরে রাজধানী শহরের একাধিক জায়গায় জল জমতে শুরু করেছে৷ যার মধ্যে মীরাট, পিলাখুনা, সম্বল, বুন্দলশহর (উত্তরপ্রদেশ) সহ একাধিক এলাকায় জল জমতে শুরু করেছে৷
আরও পড়ুন: Priyanka Chopra: মঙ্গলসূত্রে তুলে ধরলেন ঐতিহ্য, ভাইরাল প্রিয়াঙ্কা চোপড়ার ফটোশ্যুট
দেখুন দিল্লির ওই ছবি দেখে তাকে কেউ কেউ কেম্পটি জলপ্রপাত বলেও কটাক্ষ করেন...
Welcome to the #WaterfallCity of #Delhi #DelhiRains pic.twitter.com/ZQtYbwvFB6
— Sanjay Raina (@sanjayraina) August 31, 2021
কেউ বলেন দিল্লিতেই নায়গ্রা জলপ্রপাত তৈরি হবে৷ তার জন্য আগে থেকে উদাহরণ দেওয়া শুরু হয়েছে বলে বলে কটাক্ষ করেন কেউ কেউ...
Is it kempty falls ??
— Rahul Bhardwaj (@rahulb724) August 31, 2021
সবকিছু মিলিয়ে দিল্লিতে এক নাগাড়ে বৃষ্টির জেরে যে ছবি উঠে এসেছে, তা এর আগে কেউ দেখেননি বলে মন্তব্য করেন অনেকে৷