Donald Trump (Photo Credits: Facebook)

দিল্লি, ১৩ মে: ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যে (Middle East) সফরের আগে হামাস (Hamas) কি ভয় পেল? এবার তেমনই ইঙ্গিত মিলছে। মার্কিন প্রেসিডেন্টের (Donald Trump) মধ্যপ্রাচ্য সফরের আগে প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী আমেরিকার পণবন্দিকে ছাড়ল। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে (Israel) হামলার সময় যে মার্কিন নাগরিকদের ইজরায়েলিদের সঙ্গে পণবন্দি করে হামাস গাজায় নিয়ে যায়, তাঁদের ভিতরের একজনকে ছাড়া হয়েছে। আমেরিকা থেকে ট্রাম্প মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা দিতেই ওই পণবন্দিকে ছাড়া হয়েছে বলে খবর। ২১ বছর বয়সী এক যুবক আপাতত হামাসের কবল থেকে মুক্তি বলে খবর। মার্কিন-ইজরায়েলি নাগরিক আলেকজান্ডার ইজরায়েলের টিফানিতে ছিলেন। নিউ জার্সি থেকে তিনি টিফানিতে যান।

২০২৩ সালের সেই সময়ই অর্থাৎ ৭ অক্টোবর ইজরায়েল রক্তাক্ত হয় হামাসের মারণ তাণ্ডবে। যেখানে হামাস ১৪০০ মানুষকে যেমন খুন করে, তেমনি ১২০০ জনকে পণবন্দি করে গাজ়ায় নিয়ে যায়। যে ঘটনা গোটা বিশ্বে আলোড়ন ফেলে দেয়।

আরও পড়ুন: Donald Trump: ভারতের মত পাকিস্তানের সঙ্গেও অনেক বাণিজ্য করতে চান ট্রাম্প

নিউ জার্সির গভর্নর ফিল মারফি নিজের সোশ্যাল হ্যান্ডেলে আলেকজ়ান্ডারের মুক্তির খবর প্রকাশ করেন। আলেকজ়ান্ডার নিউ জার্সিতে বাবা-মায়ের কাছে পিরছেন বলেও ফিল মার্ফি জানান।

দেখুন কী জানালেন নিউ জার্সির গভর্নর...

 

আমেরিকা থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা দেন ডোনাল্ড ট্রাম্প...