
দিল্লি, ১০ জুন: গ্রেটা থানবার্গকে ইজরায়েল থেকে সুইডেনে পাঠিয়ে দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। ফ্রান্স ভায়া হয়ে গ্রেটা থানবার্গকে সুইডেনে পাঠিয়ে দেয় বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। ফ্রিডম ফ্লোটিল্লা নামের জাহাজ নিয়ে সুইডেনের ওই জলবায়ু কর্মী কিছুতেই গাজ়ায় প্রবেশ করতেপারবেন না বলে আগেই জানিয়েছিল ইজরায়েল। সেই অনুযায়ী, ভূমধ্যসাগরে গ্রেটা থানবার্গের সাহায্যে পরিপূর্ণ জাহাজ প্রবেশ করতেই তা পাকড়াও করে আইডিএফ। এরপর গ্রেটা থানবার্গকে ইজরায়য়েল থেকে ভায়া ফ্রান্স হয়ে সুইডেনে পাঠিয়ে দেওয়া হয় বলে খবর।
সম্প্রতি ১২ জনকে নিয়ে ফ্রিডম ফ্লোটিলা রওনা দেয় গাজ়ার দিকে। রেড ক্রসের একাধিক কর্মী নিয়ে গ্রেটা থানবাার্গের নৌকা যুদ্ধ বিধ্বস্ত গাজ়ার দিকে ভেসে যেতে শুরু করে। যা নিয়ে আন্তর্জাতিক মহলে জোর চর্চা শুরু হয়ে যায়। সেই সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহুও স্পষ্ট জানিয়ে দেন, সুইডেনের জলবায়ু কর্মী গাজ়ায় প্রবেশ করলে, তাকে আটকানো হবে। যেমন কথা তেমনি কাজ। গ্রেটার নৌকা আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করতেই তাকে আটকে দেয় ইজরায়েলি সেনা।
ফ্রিডম ফ্লোটিল্লা থেকে তুলে এনে গ্রেটা থানবার্গকে সুইডেনে পাঠিয়ে দিল ইজরায়েল...
Israel deports Greta Thunberg after intercepting Gaza-bound aid boat https://t.co/5t0fpNsULP pic.twitter.com/h0qnevjQhu
— FRANCE 24 English (@France24_en) June 10, 2025