দিল্লি, ২৫ জানুয়ারি: ট্রাম্পের ((Donald Trump) নয়া নাগরিত্ব আইন (Immigration) নিয়ে ভয়ে রয়েছেন ভারতীয় পড়ুয়ারা। ফলে ছাত্র ভিসা নিয়ে যে সমস্ত পড়ুয়া মার্কিন মুলুকে রয়েছেন, তাঁরা নিজেদের প্রয়োজনে বিভিন্ন জায়গায় পার্ট টাইম অর্থাৎ স্বল্প সময়ের চাকরি করলেও, তা ছাড়ছেন। ট্রাম্পের নয়া অভিবাসন নীতির ফলে পড়ুয়াদের যাতে পড়াশোনার মাঝে দেশে ফিরতে না হয়, তার জন্যই পার্ট টাইম চাকরি অনেকেই ছাড়ছেন। প্রয়োজন থাকা সত্ত্বেও অনেক ভারতীয় পড়ুয়াই (Indian Student) পার্ট টাইম চাকরি ছেড়ে দিচ্ছেন বলে খবর।
অনেকেই লোন নিয়ে আমেরিকায় পড়তে যান। ফলে পড়াশোনার বাইরে পার্ট টাইম চাকরি থেকে যে রোজগার হয়, তা দিয়ে নিজেদের খরচ চালান বহু পড়ুয়া। তবে মার্কিন প্রেসিডেন্ট যে অভিবাসন নীতি কার্যকর করেছেন নতন করে, তার জেরে বহু ভারতীয় পড়ুয়া ভবিষ্যত ডুবে যেতে পারে, এই ভয়ে চাকরি ছাড়ছেন।
প্রসঙ্গত আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েই ট্রাম্প জানান, এবার থেকে জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব পাওয়া সহজ হবে না। ২০ ফেব্রুয়ারির মধ্যে জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান শেষ করা হবে। ফলে বহু ভারতীয় দম্পতি নির্দিষ্ট সময়ের আগেই সি-সেকশনের মাধ্যমে সন্তানের জন্ম দিতে আমেরিকার ক্লিনিকগুলিতে ভিড় করছেন বলে খবর মেলে।