Divorce/Representational Image (Photo Credit: File Photo)

বিচ্ছেদের পর এবার ফটোগ্রাফারের কাছ থেকে অর্থ ফেরৎ চাইলেন এক মহিলা। সম্প্রতি এমনই একটি ট্যুইট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে এক মহিলা স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ফটোগ্রাফারের কাছ থেকে অর্থ ফেরৎ চান। যা দেখে অবাক ফটোগ্রাফার প্রথমে  ওই মহিলার বিচ্ছেদের জন্য দুঃখপ্রকাশ করেন। তারপর জানান, ফটোগ্রাফি করার পর সেই অর্থ কোনওভাবে ফেরৎ দেওয়া হয় না। ফটোগ্রাফির ওই অর্থ একেবারেই ফেরৎযোগ্য নয় বলে এক সময়ের 'ক্লায়েন্টকে' জানান সংশ্লিষ্ট ব্যক্তি। এরপরই ওই ব্যক্তি নিজের সোশ্যাল হ্যান্ডেলে মহিলার সঙ্গে কথপোকথনের স্ক্রিনশট শেয়ার করেন। যা প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। দেখুন...

 

শুধু তাই নয়, ফটোগ্রাফার অর্থ ফেরৎ দিতে পারবেন না শুনে, ওই মহিলা তাঁকে আইনি চিঠি ধরাবেন বলে জানান। এমনকী, এবার ওই ফটোগ্রাফার তাঁর আইনজীবীর চিঠি পাবেন বলেও কার্যত হুমকি দেন মহিলা।