দিল্লি, ৩০ মার্চ: চিনের (China) পর চিলি (Chile)। এবার চিলিতে মানব শরীরে মিলল ফার্ড ফ্লুর সংক্রমণ। বুধবার এই খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। চিলির স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, বছর ৫৩-র এক ব্যক্তি সম্প্রতি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হন। জ্বরের সঙ্গে তাঁর শরীরে একাধিক সংক্রমণ দেখা যায়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওই ব্যক্তির শারীরিক অবস্থার দিকে কড়া নজর রাখা হয়। তারপর পরীক্ষী নীরিক্ষার পর জানা যায়, চিলির ওই ব্যক্তি বার্ড ফ্লুতে আক্রান্ত। ওই ব্যক্তির সংস্পর্শে আর কে কে এসেছেন, সেদিকে নজর রাখা হয়েছে প্রশাসনের তরফে।
আরও পড়ুন: Bird Flu Outbreak: পেরুতে বার্ড ফ্লু তে মৃত ৫৫ হাজার সামুদ্রিক পাখি
গত বছর চিলিতে প্রথম বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়ে বন্য পশুর মধ্যে। তারপর থেকে বার্ড ফ্লু (Bird Flu) নিয়ে কোনও খবর ছিল না। এবার মানব শরীরে বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়তেই তা নিয়ে শোরগোল ছড়িয়ে পড়ে।