Afghanistan-Pakistan Clash: পাকিস্তানের (Pakistan) সঙ্গে আফগানিস্তানের (Pakistan) শান্তি চুক্তি বহাল থাকবে কি না, তা নিয়ে তালিবানের কোর্টে বল ঠেলে দিলেন শেহবাজ় শরিফ। পাক প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের শান্তি চুক্তি বহাল থাকবে কি না,তা পুরোপুরি আফগানদের (Afghan Taliban) উপর নির্ভর করে। তিনি আরও বলেন, দুই দেশের সীমান্তে যা হচ্ছে, তা যদি আফগানিস্তান বন্ধ করতে চায়, তাহলে তাঁরা এখনও তৈরি।
এসবের পাশপাশি পাকিস্তানি তালিবানদের ধ্বংস করা হবে। আফগানিস্তানের মাটি ব্যবহার করে কেউ পাকিস্তানে হামলা চালাবে, তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফ।
বুধবার গোটা রাত ধরে পাক সেনার সঙ্গে আফগান তালিবানদের সংঘর্ষ হয়। যার জেরে পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্ত উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ পাকিস্তানের একাধিক চেক পোস্ট আফগানিস্তান দখল করে নেয়। পাকিস্তান এবং আফগানিস্তানের সংঘর্ষ যখন দুরন্ত গতিতে শুরু হয়েছে, সেই সময় পাক সেনার কর্মীদের প্যান্ট খুলে নিয়ে তা ওড়ানো হয় আফগান ভূমিতে। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।
অন্যদিকে পাকিস্তানও কান্দাহারে ভয়ঙ্কর হামলা চালায়। স্পিন বোলদাকে যেভাবে পাক সেনা হামলা চালায়, তার জেরে বেছে বেছে মারা হয় মহিলা এবং শিশুদের। কান্দাহারকে কার্যত মরুভূমিতে পরিণত করে। তারপরই পাক প্রধানমন্ত্রীর গলায় শোনা যায় অন্য সুর।