কাবুল, ৯ জানুয়ারি: আফগানিস্তানে (Afghanistan) ফের নয়া ফতেয়া তালিবানের (Taliban)। এবার থেকে আফগানিস্তানে আর কোনও মহিলার চিকিৎসা করতে পারবেন না পুরুষ চিকিৎসকরা। এমনই ফতেয়া জারি করল তালিবান সরকার। মহিলারা শরীর খারাপ হলে এবার থেকে পুরুষ চিকিৎসককে তাঁরা দেখাতে পারবেন না। মহিলা স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকের কাছেই তাঁদের যেতে হবে বলে নয়া নির্দেশ জারি করল তালিব সরকার। তালিবান সরকারের তরফে আরও জানানো হয়েছে, এবার থেকে মহিলা এবং পুরুষ স্বাস্থ্য কর্মীদের কাজের জায়গা পৃথক করে দেওয়া হবে। তাঁরা এক জায়গায় বসে কাজ করতে পারবেন না। ফলে মহিলা রোগীরা এবার থেকে আর কোনও পুরুষ চিকিৎসকের কাছে যাবেন না বলে স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে।
আরও পড়ুন: Taliban: তালিবানদের হাত থেকে বাঁচাতে শিশু বয়সেই মেয়েদের বিয়ে দিচ্ছেন আফগানরা
Breaking News: Taliban issued a new ruling in Balkh province, Afghanistan, stating that women are not allowed to visit male doctors !!
And, no education to women as well, so no female doctors either !!#Afghanistan #Taliban https://t.co/0KHb8W7nWW pic.twitter.com/JXuWVe5t0R
— Ashwini Shrivastava (@AshwiniSahaya) January 8, 2023
নয়া তালিবান সরকার ক্ষমতায় আসার পর থেকে ফের নতুন করে নিয়মের বেড়াজালে বাঁধা পড়তে শুরু করেছেন মহিলারা। ছাত্রীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবেন না বলে যেমন ফতেয়া জারি করা হয়েছে, তেমনি কোনও বিনোদন পার্কেও মহিলারা যেতে পারবেন না বলে জানায় তালিবান ২.০ -এর সরকার।