কাবুল, ১৭ অগাস্ট: কাবুল (Kabul) দখলের পর গোটা আফগানিস্তান জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে তালিবান। আশরফ গনি সরকারকে সরিয়ে আফগানিস্তানে তালিবানের দখলদারির পর সেখানে প্রবেশ করতে শুরু করেছে আইসিস, জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবার মতো একাধিক জঙ্গি সংগঠন।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আফগানিস্তানে আইসিস সহ পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন প্রবেশের পর দেশের বিভিন্ন জায়গায় তারা দাপিয়ে বেড়াচ্ছে। তালিবানের পতাকা হাতে নিয়ে আফগানিস্তানের বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে এই জঙ্গি সংগঠনগুলি। পাক (Pakistan) মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির আফগানিস্তানে প্রবেশ নিয়ে প্রায় সব তথ্যই রয়েছে তালিবানের কাছে।
আরও পড়ুন: Afghanistan: রোহিঙ্গা সমস্যায় জর্জরিত, আফগান শরণার্থীদের জায়গা দেবে না বাংলাদেশ
দীর্ঘ ২০ বছর ধরে যুদ্ধের পর পর সম্প্রতি আফগানিস্তান ছাড়ে মার্কিন সেনা এবং ন্যাটো বাহিনী। মার্কিন সেনা আফগানিস্তান (Afghanistan) ছাড়ার পর থেকেই সেখানে নিজেদের হারানো জমি ফিরে পাওয়ায় মরিয়া হয়ে ওঠে তালিবান। মার্কিন সেনা আফগানিস্তান ছাড়ার পর এক মাসের মধ্যেই গোটা দেশ দখল করে নেয় তালিবান (Taliban)। আশরফ গনি দেশের শান্তি এবং সুস্থিতি বজায় রাখার আশ্বাস দিলেও, ৪ কোটি মানুষকে না জানিয়ে রাতের অন্ধকারে আফগানিস্তান ছাড়েন তিনি।
জানা যায়, তালিবানের ভয়ে আফগানিস্তান ছেড়ে তাজিকিস্তান হয়ে আমেরিকায় পাড়ি দেন আশরফ গনি। যা নিয়ে কার্যত গোটা বিশ্ব জুুড়ে তোলপাড় হয়ে যায়।