কাবুল, ১৩ সেপ্টেম্বর: তালিবানের (Taliban) বোরখা ফতেয়ার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলেন আফগান মহিলারা। শরীর ঢাকতে বোরখা বা নিকাবের প্রয়োজন হয় না। তার জন্য ঐতিহ্যশালী আফগান পোশাকই (Afghani Dress) যথেষ্ঠ। তালিবানের বোরখা (Burkha) ফতেয়ার বিরুদ্ধে ঐতিহ্যবাহী আফগান পোশাক পরে ক্যামেরার সামনে আসতে শুরু করেন মহিলারা।
রংবেরংয়ের ওই পোশাকে প্রত্যেকের হাত থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ঢাকা পড়ে যায়। আফগানিস্তানের ঐতিহ্যবাহী পোশাক পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দিতে শুরু করেন আফগান মহিলারা (Afghan Women)। আফগানিস্তানের চিকিৎসক বাহার জালালি থেকে শুরু করে সংবাদমাধ্যমের সঙ্গে জড়িত তাহমিনা আজিজ, প্রায় প্রত্যেকেই নিজেদেরকে আফগান ঐতিহ্যবাহী পোশাকে সাজিয়ে অভিনব প্রতিবাদ শুরু করেন।
তালিবানি ফতেয়ার বিরুদ্ধে এলাহার প্রতিবাদ...
I thought about whether I should join this campaign & share vibrant photos of our traditional clothing when women back home are stripped of their choices & our people are getting massacred but this how we keep our traditions alive! #DoNotTouchMyClothes#AfghanistanCulture pic.twitter.com/JT8VXQBwYk
— Elaha (she/her) (@dressingsonnets) September 12, 2021
গর্বের সঙ্গে আফগানিস্তানের ঐতিহ্যবাহী পোশাক পরেছেন বলে জানান তাহমিনা আজিজ...
I wear my traditional Afghan dress proudly.
It's colourful and beautiful.
Not at all like the images you saw circulating yesterday.
Thank you @RoxanaBahar1 who's encouraging us #AfghanWomen to share the beauty of #AfghanistanCulture. pic.twitter.com/OAyNhku78l
— Tahmina Aziz (@tahmina_aziz) September 12, 2021
চিকিৎসক বাহার জালালিও রংবেরংয়ের পোশাক পরে ছবি শেয়ার করেন...
This is Afghan culture. I am wearing a traditional Afghan dress. #AfghanistanCulture pic.twitter.com/DrRzgyXPvm
— Dr. Bahar Jalali (@RoxanaBahar1) September 12, 2021
নাহিদ ফাত্তাহিও আফগানিস্তানের ঐতিহ্যবাহী পোশাকে নিজেকে সাজিয়ে তোলেন...
This is how we #AfghanWomen dress. Some of us wear traditional clothes, some westernized, some wear hijab and some dress modestly but niqab hijab is forced by the Taliban, niqab hijab is not our dress code. #DoNotTouchMyClothes #AfghanistanCulture pic.twitter.com/BCG2NoJlJa
— Nahid Fattahi ناهید فتاحی (@NahidFattahi) September 13, 2021
আফগানিস্তানের (Afghanistan) ঐতিহ্যাবাহী পোশাকে সেজে সেখানকার মহিলারা যখন একের পর এক ছবি শেয়ার করেন, তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তালিবানি ফতেয়ার বিরুদ্ধে আফগান মহিলাদের পোশাক বিদ্রোহের ছবি উঠে আসতে শুরু করে প্রায় গোটা বিশ্বের সামনে।
আরও পড়ুন: Taliban: তালিবানের হামলা রুখতে তৈরি, চূড়ান্ত প্রশিক্ষণ ভারতীয় সেনাকে: রিপোর্ট
তালিবানি ফতেয়ার মুখে দাঁড়িয়ে নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি এবং দাবিকে সামনে রেখে আফগান মহিলারা যে প্রতিবাদ শুরু করেন, তা দেখে তাঁদের প্রশংসায় ভরিয়ে দেয় গোটা বিশ্ব।