Afghan Woman (Photo Credit: ANI/Twitter)

কাবুল, ৪ সেপ্টেম্বর: তালিবান (Taliban) যাতে মহিলাদের শিক্ষা, চাকরিতে কোনও বাধা না দেয়, তার জন্য কাবুলে বিক্ষোভ শুরু করেছে বেশ কয়েকটি সংগঠন৷ কাবুলে মহিলাদের বিক্ষোভ বন্ধ করতে টিয়ার গ্যাস চালায় তালিবান৷ মহিলাদের বিক্ষোভকে ছত্রভঙ্গ করতে তালিবান যেভাবে টিয়ার গ্যাস চালায়, সেখানে বেশ কয়েকজনের উপর লাঠিচার্জও করা হয় বলে খবর৷ শুধু তাই নয়, ওই বিক্ষোভ মিছিল থেকে এক মহিলাকে টেনেহিঁচড়ে নিয়ে আসা হয়৷ প্রকাশ্যে তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ৷

রাস্তার উপর প্রকাশ্যে যে মহিলাকে (Afghan Woman) টেনে হিঁচড়ে এনে মারধর করা হয়, তাঁর ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়৷ নার্গিস সাদাত (Nargis Saddat) নামে ওই মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীকে মারধরের পর তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখা যায় কাবুলের রাস্তায়৷ নার্গিস সাদাতের ওই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়৷

আরও পড়ুন: Taliban: আফগানিস্তানে যৌন কর্মীদের শেষ করে দেবে তালিবান? নয়া রিপোর্টে চাঞ্চল্য

দেখুন নার্গিস সাদাতের ছবি...

Afghan Woman (Photo Credit: Omidullah Sadid/Twitter)

আফগান প্রশাসনের মহিলারা অংশ নিলে, সে দেশে মেয়েদের উপর নির্যাতনের মাত্রা কমবে৷ তালিবান জমানায় মহিলাদের অধিকার সুরক্ষিত করতে যাঁরা রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন, তাঁদের উপরই হামলা চালিয়ে বিক্ষোভসূচিকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় বলে খবর টোলো নিউজের তরফে৷