Taliban: 'তালিবানকে সাহায্য করছে পাকিস্তান', এসব দাবি মিথ্যে, ভিত্তিহীন, দাবি ইমরানের
ফাইল ছবি

ইসলামাবাদ, ৩০ জুলাই: তালিবানকে ক্রমাগত সাহায্য করছে পাকিস্তান (Pakistan)৷ সম্প্রতি আফগানিস্তান এমন দাবি করে৷ তালিবানকে সাহায্য নিয়ে এবার মুখ খুললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)৷

সম্প্রতি একটি সংবাদমাধ্য়মের সাক্ষাৎকারে হাজির হন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ সেখানে তিনি বলেন, তালিবানকে (Taliban) সাহায্য নিয়ে যে কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ অর্থহীন এবং মিথ্যে৷ ওই ধরনের কথার কোনও ভিত্তি নেই বলে দাবি করেন ইমরান খান৷

তিনি আরও বলেন, আফগানিস্তানে (Afghanistan) দীর্ঘদিন ধরে তালিবান আধিপত্য রয়েছে৷ যার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকিস্তানও৷ সেই কারণে পাকিস্তান কখনও আফগানিস্তান সীমান্ত যুদ্ধ চায় না৷ আফগানিস্তানে যুদ্ধ চললে, তার প্রভাব পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলেও পড়ে৷ তাই তালিবানদের পাকিস্তান সাহায্য করছে বলে যে দাবি করা হচ্ছে, তা ভিত্তিহীন বলে দাবি করেন ইমরান খান৷

আরও পড়ুন: Pakistan: তালিবানের ভয়ে পালিয়ে সীমান্ত টপকাচ্ছে আফগান সেনা, দাবি পাকিস্তানের

এদিকে সম্প্রতি পাক সংবাদপত্রের একটি সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ,"তালিবানরা জঙ্গি নয়, সাধারণ মানুষ"। পাক প্রধানমন্ত্রীর ওই মন্তব্য নিয়ে জোর সমালোচনা শুরু হয়ে যায় সম্প্রতি।যার ফলে সম্প্রতি ফের মুখ খোলেন ইমরান খান।