বিশ্বের অন্যতম সুরক্ষিত শহর হিসেবে অন্যতম নাম নিউ ইয়র্ক। আর সেখানেই প্রকাশ্য দিবালোকে এক মহিলার ওপর হামলা চালালো দুই যুবক। গত ২৫ জুন ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের ম্যানহ্যাটনে (Manhattan)। ভিডিওতে দেখা যাচ্ছে, নীল পোশাক পরে একটি মহিলা রাস্তায় হাঁটছিলেন। সেই সময় কালো হুডি পরা দুই যুবক তাঁকে পেছন থেকে কিছুক্ষণ অনুসরণ করে। কিছুক্ষণ পরে এক যুবক মহিলার মাথায় আঘাত করে। কৌতুহল বশত মহিলাটি ঘুরতেই দুই যুবক তাঁকে রাস্তা ধারে একটি দোকানের দরজার সামনে ধাক্কা দিয়ে ফেলে। তারপর এক যুবক লাথি, ঘুষি মারতে শুরু করে এবং অপরজন বেসবল ব্যাট দিয়ে লাগাতার পায়ে মারতে থাকে। কিছুক্ষণ পর তাঁরা অবশ্য পালিয়ে যায়।

সূত্রের খবর, গত মঙ্গলবার দুপুর ২টো নাগাদ ঘটনাটি ঘটেছিল। আক্রান্ত ওই মহিলার বয়স ৫৮ বছর। এই ঘটনার পর স্থানীয় পুলিশে অভিযোগ জানায় ওই মহিলা। তবে কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। মহিলা জানিয়েছেন, তাঁর ওপর হামলা চালিয়ে এক যুবক তাঁর মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালায়। ফলে টাকাপয়সা লুঠ করার জন্যই এই হামলা চালানো হয় বলে প্রাথমিক অনুমান পুলিশে।

ইতিমধ্যেই এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে ঘটনার পর থেকে দুই যুবক নিখোঁজ। তাঁদের খোঁজে লুক আউট নোটিশ জারি করেছে নিউ ইয়র্ক পুলিশ। তবে কেন এই অতর্কিতে হামলা চালানো হয় এবং ওই যুবকরা কীভাবে জানলো যে মহিলার কাছে মোটা অঙ্কের টাকা রয়েছে, সেই বিষয়ে জানতে তদন্তে নেমেছেন পুলিশ আধিকারিকরা।