প্রতীকি ছবি

ম্যানিলা, ২৪ জুলাই: শনিবার ভোরে কেঁপে উঠল ফিলিপিন্স (Earthquake in Philippines)। রিখটার স্কেলে (Richter scale)  ৬.৭ মাত্রার কম্পন অনুভূত হয় ভূমিকম্প প্রবণ এই দেশের বাতানগাস অঞ্চলে। মার্কিন ভূতত্ত্ববাদ সংস্থা (US Geological Survey) এই খবর নিশ্চিত করেছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ, কালাটাগন শহরের দক্ষিণ পশ্চিমে ১৬ কিমি দূরে এক অঞ্চলে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। এখনও পর্যন্ত এই ভূমিকম্পে কোনও হতাহতের খবর নেই।

তবে সোশ্যাল মিডিয়ায় এই অঞ্চলের বাসিন্দারা জানান কিছু বাড়িতে ফাটাল দেখা গিয়েছে। ভোরবেলায় প্রচন্ড কাঁপুনিতে মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। রিং অফ ফায়ার-অঞ্চলে থাকায় ফিলিপিন্স হল ভূমিকম্প প্রবণ দেশ। প্রায় প্রতি বছরই বড় বড় ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপিন্স।

এই ভূমিকম্পের আফটার শকও  অনুভূত হয়।