প্রতীকী ছবি (Photo Credits: IANS)

বেইজিং, ৩০ জানুয়ারিঃ নিত্যদিনই প্রায় সংবাদমাধ্যমে ভূমিকম্পের সংবাদ। গত শনিবার রাতে ইরানে এবং রবিবার দুপুরে পাকিস্তানে ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল। সোমবার ভোররাতে কেঁপে উঠল চিন (Earthquake in China)। জানা যাচ্ছে সোমবার চিনের কিরগিজস্থানে সৃষ্টি হয়েছে এক শক্তিশালী কম্পনের। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯।

আরও পড়ুনঃ রবিবার দুপুরে ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, ভূমিকম্পের মাত্রা ৪.১

যদিও ভূমিকম্পের (Earthquake in China) জেরে কোন প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

আরও পড়ুনঃ  উত্তর-পশ্চিম ইরানে প্রবল ভূমিকম্প, হত ৭, আহত সহস্র

উল্লেখ্য, শনিবার রাতে ইরানে সৃষ্টি হওয়া ভূমিকম্প বহু প্রাণ কেড়েছে। উত্তর পশ্চিম ইরানে কেঁপে উঠেছিল প্রবল কম্পনে (Earthquake in Iran)। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৯। ভূমিকম্পের প্রাণ কেড়েছে ৭ জনের। আহন হয়েছেন শতাধিক। সংবাদমাধ্যম সূত্রে খবর এদিনের ভূমিকম্পে ৪৪০ জন আহত হয়েছিল ইরানে।