Photo Credits: ANI

হ্যাম্পটন: আমেরিকার (USA) জর্জিয়ায় (Georgia) বন্দুকবাজের হামলায় (Gunman Attack) মৃত্যু (death) হল এক মহিলা-সহ চারজনের। ঘটনার পর থেকে অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালানো হলেও এখনও পর্যন্ত তাকে গ্রেফতার (Arrest) করতে পারেনি পুলিশ।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস সূত্রে জানা গেছে, স্থানীয় সময় শনিবার সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ আটলান্টার (Atlanta) ৩৫ মাইল দক্ষিণে অবস্থিত জর্জিয়ার হ্যাম্পটন (Hampton) শহরের জনবসতি এলাকায় আচমকা হামলা চালায় এক বন্দুকবাজ। তার হামলায় এক মহিলা-সহ চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হ্যাম্পটন শহরের পুলিশ প্রধান জেমস টার্নার। হামলাকারী স্থানীয় বাসিন্দা আন্দ্রে লংমোরে (Andre Longmore) ঘটনার পর থেকেই পলাতক। তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। জানা যায়নি তাঁদের আত্মীয়স্বজনদের সম্পর্কেও।

প্রশাসন সূত্রে জানা গেছে, হ্যাম্পটনের বাসিন্দা অভিযুক্ত ৪০ বছর বয়সী লংমোরের বিরুদ্ধে চারটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাকে গ্রেফতারের জন্য সবরকম চেষ্টা করছে পুলিশ। তবে কেন এই ঘটনা ঘটল এবং লংমোরে মৃতদের আগে থেকে চিনত কিনা তা এখনও জানা যায়নি। ইতিমধ্যে অভিযুক্তের সন্ধান দিতে পারলে ১০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। আরও পড়ুন: India-Myanmar-Thailand Trilateral Highway: ভারত-মায়ানমার-থাইল্যান্ড ত্রিদেশীয় সড়কে নির্মাণে গতি আনতে জুন্টা সরকারের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক এস জয়শঙ্করের