Earthquake. (Photo Credits: PTI)

জাকার্তা, ১৪ ডিসেম্বর:  সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া (Earthquake In Indonesia)। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৭.৩। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, বিপজ্জনক সুনামির সতর্কতা জারি হয়েছে ইন্দোনেশিয়ায়।  ইন্দোনেশিয়ার পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপের উত্তরে এদিন কম্পন অনুভূত হয়। ফ্লোরেস দ্বীপ থেকে ১৮ কিলোমিটার দূরে সমুদ্রের নিচে ভূমিকম্পের উপকেন্দ্র। এদিকে সাতসকালে চারদিকটা কেঁপে উঠতেই ফ্লোরেস দ্বীপের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।  এদিকে ঘটনার পর থেকেই ভয়ে রয়েছেন পূর্ব ফ্লোরেস রিজেন্সির অ্য়াডোনারা দ্বীপের বাসিন্দা নুরাইনি। তিনি বলেন, "যখন কম্পন হয়, তখন মাঠে ছিলাম। দেখলাম লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করেছে। গোটা ঘটনায় আমি এখনও ভীত।" আরও পড়ুন- Uttar Pradesh: মৃত মহিলা পেলেন কোভিডের দ্বিতীয় ডোজ! মেসেজ এল ছেলের মোবাইলে

এদিকে ভূকম্পনের জেরে সংস্লিষ্ট এলাকা থেকে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর না মিললেও প্রশাসনের তরফে সতর্কতা জারি হয়েছে।  ভূকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী এলাকা এখনও নিরাপদ। যদিও কম্পনের সময় বাসিন্দারা সবাই বাড়ি ছেড়ে ফাঁকা জায়গায় চলে যায়। বাসিন্দাদের আতঙ্কিত হতে নিষেধ করেছে প্রশাসন, তবে উপকূল থেকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে। স্থানীয় বাসিন্দা আলওয়ান জানিয়েছেন, "যখন কম্পন অনুভূত হয় তখন আমি ফোন ঘাঁটছিলাম। প্রায় ৩০ সেকেন্ডের মতো সময় আমি  কম্পন টের পেয়েছি। এটা যতেষ্ট শক্তিশালী ছিল। এই দক্ষিণ পূর্ব সোলাইসি-তেই জারি হয়েচে সুনামির সতর্কতা।"