Accident (Photo Credit: File Photo)

ইসলামাবাদ, ৭ জুন:  বালোচিস্তানে (Balochistan) ভয়াবহ দুর্ঘটনা (Accident)। একটি যাত্রীবোঝাই বাস খাদে পড়ে গেলে, পরপর ২২ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় এক কিশোরও জখম হওয়ারও খবর মেলে। কিলা সইফুল্লাহতে ওই ঘটনার পর বালোচিস্তানে জোর শোরগোল শুরু হয়।

বুধবার সকালে বালোচিস্তানের লোরালাই থেকে জোহাবের দিকে রওনা দেয় একটি যাত্রী বোঝাই বাস। যেখানে ২৩ জন যাত্রী ছিলেন। হঠাৎ করে কিলা সইফুল্লাহর কাছে বাসটি খাদে পড়ে যায়। বাসটি খাদে পড়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ২২ জনের মৃত্যু হয় বলে খবর। তবে ওই বাসে থাকা এক কিশোর দুর্ঘটনার জেরে আহত হয়। ফলে তাকে কোয়েত্তা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানেই ওই জখম কিশোরের চিকিৎসা চলছে।

আরও পড়ুন:  Kangana Ranaut: 'হিন্দু দেবদেবীদের প্রায়ই অপমান করা হয়', বিজেপির নূপুর শর্মার পাশে দাঁড়িয়ে মন্তব্য কঙ্গনার

ডনের খবর অনুযায়ী, কিলা সইফুল্লাহতে যে বাসটি পড়ে যায়, সেখানে ৫জন মহিলা, ৫ শিশু, এবং ১১ জন পুরুষ যাত্রী ছিলেন।