![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/06/109-380x214.jpg)
শরিফ আগুয়াক: দক্ষিণ ফিলিপিন্সে (Southern Philippines) পুলিশের একটি গাড়ির (police car) উপর হামলা চালাল (ambushed) স্বশস্ত্র দুষ্কৃতীরা (armed group)। এর ফলে এখনও পর্যন্ত দুজন পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছে এবং চার জন জখম হয়েছেন বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ফিলিপিন্সের মুসলিম মিন্দানাও (Muslim Mindanao) এলাকার বাংসামোরো স্বায়ত্তশাসিত অঞ্চলে (Bangsamoro Autonomous Region)।
এপ্রসঙ্গে বাংসামোরো স্বায়ত্তশাসিত অঞ্চলের পুলিশ প্রধান জানান, পুলিশ আধিকারিকদের একটি দল প্রতিদিনের মতো শরিফ আগুয়াক শহর (Shariff Aguak town) থেকে রুটিন নজরদারি (routine patrol) সেরে নিজেদের ক্যাম্পে ফিরছিল। সেই সময় তাদের গাড়িতে হামলা চালায় স্বশস্ত্র দুষ্কৃতীদের একটি দল। আরও পড়ুন: Amritpal Singh's Handler Avtar Singh Khanda Dies: খালিস্তানপন্থী নেতা অমৃতপালের ডান হাত অবতার খান্ডার মৃত্যু
2 police officers were killed & 4 others injured when an armed group ambushed a police car in the southern #Philippines, authorities said.
The regional police chief of the Bangsamoro Autonomous Region in Muslim Mindanao, said the team was heading back to the camp from a routine… pic.twitter.com/bt5iyJQtEq
— IANS (@ians_india) June 15, 2023