USA Shooting: স্বাধীনতা দিবসের উইকএন্ডে শিকাগোয় হিংসা, গুলির লড়াইয়ে মৃত ১৭ আহত ৬৩
প্রতীকী ছবি (Photo Credits: IANS)

শিকাগো, ৬ জুলাই:  স্বাধীনতা দিবসের উইকএন্ডে আমেরিকায় হিংসা। দুই গ্যাংয়ের মধ্যে গুলির লডাই, এর জেরে নিহত ১৭ জন। আহতের সংখ্যা ৬৩। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে (Chicago)। জিনহুয়া সংবাদ সংস্থার তথ্য বলছেন, মৃতদের তালিকায় সাত বছরের নাবালিকার পাশাপাশি বছর ১৪-র কিশোরও রয়েছে। এনিয়ে গত তিন সপ্তাহে পর পর গুলির লড়াইয়ে শিশুমৃত্যুর ঘটনা ঘটল আমেরিকায়। গত সপ্তাহে আরও এক গুলির লড়াইয়ের বলি হয়েছে ২০ মাসের শিশুপুত্র ও বছর দশের নাবালিকা। রবিবার শিকাগো ট্রিবিউনের তথ্য বলছে, তারও আগের সপ্তাহে বন্দুক হানায় ৫ শিশুর মৃত্যু হয়েছে। শিকাগোর দক্ষিণ ও পশ্চিমদিকে ৪ জুলাই সবথেকে বেশি গুলি চলেছে। গোষ্ঠী অপরাধে এটিই সবথেকে দীর্ঘ সময়ের গুলির লড়াই।

পরিস্থিতি বিবেচনা করে স্বাধীনতা দিবসের উইকএন্ডে শিকাগো পুলিশের দপ্তর আরও অতিরিক্ত ১২০০ পুলিশ কর্তাকে মোতায়েন করে। গতবছর একই সময়ে অতিরিক্ত মোতায়েন হওয়া পুলিশ অফিসারের সংখ্যা ছিল ১৫০০। সাম্প্রতিক গুলির লড়াই জনিত হিংসা প্রসঙ্গে শিকাগোর মেয়র লরি লাইটফুট এক শনিবার রাতে টুইটবার্তায় লিখেছেন, “দেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমরা যখন একত্রিত হই তখন আমাদের প্রত্যেকেরই উচিত নিজেদের প্রশ্ন করা। আমরা শিকাগোর জন্য না দেশের জন্য জড়ো হয়েছি। দেশে গ্যাং সংক্রান্ত গুলির লড়াই আমরা অনকেটাই কমাতে পেরেছি। তবে আমাদের প্রত্যকেকেই নিজে থেকে ভাল হতে হবে।” আরও পড়ুন- West Bengal Weather Update: মৌসুমি বায়ুর লুকোচুরিতে আদ্রাতায় ঘায়েল দক্ষিণবঙ্গ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

শিকাগোর গ্যাং সংক্রান্ত গুলির লড়াইয়ের হিসেব বলছে, এর আগে ২০১৯-র ৪ জুলাইয়ের উইকএন্ডে মার্কিন মুলুকে স্বাধীনতা দিবসের দিন দুই গ্যাংয়ের মধ্যে চলা গুলির লড়াইয়ে ৬ জনের মৃত্যু হয় আহতের তালিকায় ছিলেন ৬৩। এর আগে ২০১৫-র ৪ জুলাই শনিবার স্বাধীনতা দিবসের দিনে গ্যাং হামলায় ১০ জনের প্রাণ গিয়েছিল। আহত হন ৫৫ জন।