Pakistan Blast: মসজিদের ভিতরে বিস্ফোরণে পুলিশকর্তা-সহ হত ১৩, বালোচিস্তানে চাঞ্চল্য
ঘটনাস্থল(Photo credits: ANI)

ইসলামাবাদ, ১০ জানুয়ারি: পাকিস্তানে ফের মসজিদে বিস্ফোরণ। বালোচিস্তানের (Pakistan’s Balochistan) কোয়েট্টা মসজিদের ভিতরে ঘটেছে ঘটনাটি। এই ঘটনায় পুলিশ ডেপুটি সুপার-সহ ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃত  ডেপুটি পুলিশ সুপারের নাম আমানুল্লা। আহতের সংখ্যা অগুন্তি। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মসজিদটি একেবারে গুঁড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পাকিস্তানের বিশাল পুলিশ বাহিনী। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। আরও পড়ুন-Madame Tussauds Wax Museum Removes Prince Harry & Meghan Markle's Figures: রাজ পরিবারের খেতাব ব্যাবহারে আপত্তি, মাদাম তুসো থেকে সরল প্রিন্স হ্যারি ও মেগানের মূর্তি

দুদিন আগেই কোয়েট্টা মসজিদের অদূরে লিয়াকত বাজারে একটি বেওয়ারিশ মটর সাইকেলের হদিশ মেলে। সেটি ছিল গাড়ি বোমা, বিস্ফোরণের জেরে দুজন ছিন্নভিন্ন হয়ে যান। বহু মানুষ আহত হয়। এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার না হলেও জানা গিয়েছে, নিরাপত্তারক্ষীদের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছিল। এক সপ্তাহের মধ্যে ফের একই জায়গায় ঘটল বিস্ফোরণ। পাকিস্তানে ফের প্রশ্নের মুখে দৈন্দিন নিরাপত্তা।