Begger Family Hosts Lavish Feast (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১৯ নভেম্বর: পাকিস্তানে (Pakistan) এবার দেখা গেল এক অদ্ভুদ ঘটনা। ভিক্ষা (Beggar) করে সংসার প্রতিপালন করা এক পরিবার এলাহি খরচ করলেন ঠাকুমার শ্রাদ্ধের অনুষ্ঠানে। পাকিস্তানি টাকায় ১.২৫ কোটি (ভারতীয় মুদ্রায় ৩৮ লক্ষ) খরচ করে ওই ভিক্ষাজীবী পরিবার আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের খাওয়ান। শুধু তাই নয়, পাকিস্তানের গুজরানওয়ালা অর্থাৎ যেখানে ঠাকুমার পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানে ২ হাজার গাড়ি রাখা হয়। নির্দিষ্ট অনুষ্ঠানস্থলে পৌঁছতে ওই ভিক্ষাজীবী পরিবারের আত্মীয়, বন্ধুদের যাতে কোনও কষ্ট না হয়, তার জন্য তাঁরা ২ হাজার গাড়ি রাখার ব্যবস্থা করেন। সেই সঙ্গে খাওয়াদাওয়ায় ছিল এলাহি আয়োজন।

জানা যায়, অতিথিদের জন্য  গোমাংসের পদ থেকে শুরু করে পাঁঠার মাংস, মুরগির মাংসের ব্যবস্থা ছিল মহাসমারহে। জানা যায়, পাকিস্তানের ওই পরিবার আমন্ত্রিতদের খাওয়াতে ২৫০টি ছাগলের মাংস পরিবেশন করে। সেই সঙ্গে ছিল হরেক ফল এবং মিষ্টর আয়োজন। মিষ্টির মধ্যেও ছিল নানা ধরনের পদ। যা এক কথায় অনবদ্য।

গুজরানওয়ালার ওই ভিক্ষাজীবী পরিবারের অনুষ্ঠানে ২০ হাজার মানুষ নিমন্ত্রিত ছিলেন। প্রত্যেকের জন্য করা ছিল এলাহি সব আয়োজন। প্রত্যেকে ওই পরিবারের ঠাকুমার মৃত্যুর পরের অনুষ্ঠানে হাজির ছিলেন এবং এলাহি খাবার দিয়ে পেট ভরান।

পাকিস্তানের গুজরানওয়ালার ওই ভিক্ষাজীবী পরিবারের এলাহি আয়োজনের ভিডিয়ো ভাইরাল হতে শুরু করে...

 

নামেই ভিক্ষাজীবী পরিবারের এলাহি আয়োজন দেখে চক্ষু চড়কগাছ মানুষের...

 

একের পর এক পোস্ট ভেসে উঠতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়...