পহেলগাম হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে ভারতের কী নীতি ছিল, পাকিস্তান জঙ্গিদের কীভাবে মদত দিচ্ছে, এই নিয়ে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশে সফর করছেন দেশের সর্বদলীয় প্রতিনিধি দল। এই মুহূর্তে জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝাঁ-এর নেতৃত্বে একটি দল রয়েছেন জাকার্তায়। সেই দলের অন্যতম সদস্য তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সম্প্রতি সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপানে পাকিস্তানকে উলঙ্গ করে এবার তিনি গিয়েছেন জাকার্তায়। সেখানেও একইভাবে পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন তিনি।

জঙ্গিদের সঙ্গে কুকুরের তুলনা করলেন অভিষেক

অভিষেক বলেন, ৯/১১ হামলা হোক বা ২৬/১১ মুম্বই হামলা কিংবা ২০০৬ সালে বোম্বেতে ট্রেন হামলা সবকিছুতেই পাক জঙ্গিদের হাত ছিল, এবং তা প্রমাণিত। যদি সন্ত্রাসবাদ একটা পাগলা কুকুর হয়, তাহলে পাকিস্তান তার জঘন্য প্রশিক্ষক। অপারেশন সিঁদুরের আগে পহেলগাম হামলার পর আমরা দু’সপ্তাহ অপেক্ষা করেছিলাম এটা দেখার জন্য যে পাকিস্তান নিজে থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয় কিনা, কিন্তু আমরা তা দেখলাম না।

পাকিস্তান জঙ্গিদের লালন-পালন করে

অভিষেক আরও বলেন, পাকিস্তান সরকার সেদেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে অস্থিতিশীল করার জন্য তাঁদের বাড়ির আঙিনায় জঙ্গিদের লালন-পালন করে। পাকিস্তানের আর্থিক অবস্থা কোনওদিক থেকেই ভালো জায়গায় নেই। আর অন্যদিকে ভারতের অর্থনীতি ক্রমশ উন্নত হচ্ছে। এখন ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। জাপানকে ছাপিয়ে গিয়েছি। খুব শীঘ্রই আমরা তৃতীয় স্থানে পৌঁছাব। আর এটাই তাঁদের কাছে ইর্ষার কারণ। সেই কারণে ভারতে অশান্তি ছড়িয়ে ফেলার চেষ্টা করছে তাঁরা।