WB Assembly Elections 2021: ‘গরুপাচারে যুক্ত তৃণমূল, বাংলায় অরাজকতা চলছে’, যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Photo Credits: PTI/File)

মালদা, ১৬ মার্চ: বিজেপি প্রার্থী বানেশ্বর মাহাতোর সমর্থনে পরুলিয়ার বলরামপুরে প্রচারে এসে একযোগে মমতা বন্দ্যোপাধ্যায় শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ““তৃণমূলের আমলে বাংলায় চরম অরাজকতার সৃষ্টি হয়েছে। গরু পাচারে (Cow Smuggling) যুক্ত তৃণমূল।“ পাশাপাশি উন্নয়নের খোঁচা দিয়ে আদিত্যনাথ বলেন, “বাংলায় আয়ুষ্মান প্রকল্প চালু করেনি তৃণমূল (Trinamool Congress)। উন্নয়নের ক্ষেত্রেও পিছিয়ে বাংলা। মমতা চণ্ডীপাঠ করছেন এটাই ভারত। রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরে যাচ্ছেন এটাই আমাদের কৃতিত্ব।” আরও পড়ুন-Kamaleswar Mukherjee: ভোটের টিকিট নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ কমলেশ্বরের

একেবারে দরজায় কড়া নাড়ছে। গতকাল পুরুলিয়ায় জোড়া সভা করার পর আজ বাঁকুড়ায় তিনটি রাজনৈতিক সমাবেশে যোগ দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার নন্দীগ্রামে পায়ে চোট পাওয়ার পর সোমবারই প্রথম হুইল চেয়ারে বসে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার ঝালদা ও বলরামপুরে জনসভা করেন তিনি। সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন মমতা। বলেন, “আদিবাসীদের বাড়িতে বাইরে থেকে খাবার এনে খান বিজেপি নেতারা। রথযাত্রায় বিজেপি নেতারা খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে। আমরা ভাঙা পা সেরে যাবে। তবে বিজেপির পা বাংলায় পড়বে না।” আজ বাঁকুড়ায় যাচ্ছেন মমতা। গতকাল সেখানেই জনসভা করে গেছেন বিজেপি নেতা অমিত শাহ।