কলকাতা, ৩ অগাস্ট: পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) উপর জুতো ছোড়ার জেরে সংবাদ শিরোনামে শুভ্রা ঘোড়ুই। আমতলার বাসিন্দা শুভ্রা ঘোড়ুইকে নিয়ে যখন জোরদার আলোচনা শুরু হয়েছে, সেই সময় ওই মহিলার প্রশাংসায় পঞ্চমুখ বিজেপির অমিত মালব্য। এমনকী, শুভ্রা ঘোড়ুইকে 'মহিষাসুরমর্দিনী' রূপেও তুলনা করেন অমিত। প্রসঙ্গত মঙ্গলবার জোকার ইএসআই হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুড়ো ছোঁড়েন শুভ্রা ঘোড়ুই। গরিবের টাকা নিয়ে ফ্ল্যাট কেনার উল্লেখ করে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ফুঁসে ওঠেন শুভ্রা।
This woman, who hurled a slipper at Partha Chatterjee, symbol of Mamata Banerjee’s venal establishment, and walked back barefoot is the symbol of Bengal’s resistance against TMC’s oppressive regime. She is মহিষাসুরমর্দিনী in the true sense, who will bring down Mamata Banerjee… pic.twitter.com/nmfGWRiAiv
— Amit Malviya (@amitmalviya) August 2, 2022
মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়ের গায়ে ওই জুতো লাগেনি কিন্তু ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন ওই মহিলা। তিনি বলেন, গরিব মানুষের টাকা নিয়ে এখানে ওখানে ফ্ল্যাট কিনে রেখেছেন পার্থ। প্রাক্তন মন্ত্রীর টাকে জুতো লাগলে তিনি খুশি হতেন বলেও ক্ষোভ উগরে দেন ওই মহিলা।
শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায়ের দিকে জুতো ছুঁড়ে মারার পর তিনি এখন খালি পায়ে বাড়িতে যাচ্ছেন বলেও জানান সংশ্লিষ্ট মহিলা।