কলকাতা, ১৪ সেপ্টেম্বর: কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (CM Mamata Banerjee) বাড়িতেও বৈঠক হল না। লাইভ স্ট্রিমিং বিতর্কে ফের ভেস্তে গেল মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বৈঠক। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এসেও বৈঠকে বসলেন না। বৈঠকের শুরুতে লাইভ স্ট্রিমিং-য়ের দাবি তোলেন জুনিয়র ডাক্তাররা। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের ভিতর অপেক্ষা করতে থাকেন। বাইরে দাঁড়িয়ে থাকেন আন্দোলনকারীরা। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর বাড়ি থেকে বেরিয়ে এসে মমতা বলেন, "দু'ঘণ্টা ধরে অপেক্ষা করছি আপনাদের জন্য, যদি নাই আসবেন, তাহলে চিঠিটা কেন দিলেন। এতটা অসম্মান কেন করলেন। অনেক অসম্মান করছেন আপনারা। আমি আপনাদের কাছে এই জন্য ছুটে গিয়েছিলাম। আগেও তিনদিন আমি দু'ঘণ্টা করে অপেক্ষা করেছি। দয়া করে, এইটুকু সম্মান তো দেবেন।
এরপর আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে হাতজোড়ো করে মমতা বলেন, "তোমরা আমার চেয়ে বয়সে ছোটো, আমি বড়। মনে রেখো আমি আন্দোলন করা লোক। আমি আপনাদের কাছে এই জন্য ছুটে গিয়েছিলাম। আমি আন্দোলনকে মর্যাদাকে দিতে জানি। আমি একটাই কথা বলব। রাজনীতি ভুলে যাও। মানুষের স্বার্থে কথা বলো। যদি তোমরা কথা বলতে না চাও, তাহলে বলব ভিজো না। বৈঠক করতে না চাও, এক কাপ চা খেয়ে যাও।"
দেখুন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে কী বললেন মুখ্যমন্ত্রী মমতা
#MamataBanerjee walks out of her residence to the junior doctors appealing them to come for the meeting. Doctors want it to be live streamed or recorded by them. pic.twitter.com/OsDKsg3PKB
— Tamal Saha (@Tamal0401) September 14, 2024
শেষ মমতা আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বলেন,"বৈঠকের লাইভ স্ট্রিমিং তখনই করব, যখন সুপ্রিম কোর্টের থেকে অনুমতি নিয়ে আসব। ভিডিয়ো আমি আজকে দিতে পারব না। তবে মিনিটস করে দেবো। তোমরা যদি কেউ আসতে চাও এসো, বৈঠকে বসি, আলোচনায় বসি। বৈআমরা স্বচ্ছতা বজায় রেখে। হাতজোড়ো করে বলছি দয়া করে কেউ ভিজো না। তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে।"