কলকাতা, ৩০ জুন: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৬৫২ জন। যা বিগত দিনের মধ্যে সর্বাধিক। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫ জনের। সবমিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৮,৫৫৯। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫,৭৬১। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২,১৩০ জন। আক্রান্তের হারের তুলনায় রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার হার যথেষ্ট আশাজনক। এই মুহূর্তে রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার ৬৫.৩৫ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৪,৮৮,০৩৮।
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। যার জেরে সংক্রমণ রুখতে ৩১ জুলাই পর্যন্ত ফের লকডাউনের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কন্টাইনমেন্ট জোনের উপর চলবে কড়া নজরদারি। পাশাপাশি আন্তর্জাতিক উড়ান বন্ধ রাখার জন্য কেন্দ্রের কাছে অনুরোধ করেছেন মমতা। অন্যদিকে, দেশের মধ্যে যেসমস্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেশি। সেই সমস্ত রাজ্য থেকে আগামী ৬ জুলাই থেকে ১৪ দিনের জন্য দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই, ইন্দোর, আহমেদাবাদ এবং সুরাত থেকে বিমান রাজ্যে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রকের কাছে চিঠি লেখে রাজ্যের মুখ্যসচিব।