বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার নিধিরামপুর গ্রামে। গাছ থেকে ঝুলন্ত অবস্থায় বিজেপি কর্মীর দেহ দেখতে পায় গ্রামের মানুষ।
মৃতের নাম শুভদীপ মিশ্র।বিগত পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করতে দেখা গিয়েছিল তাকে। পরিবারের তরফে জানানো হয়েছে যে সে বিগত ৭ দিন ধরে নিঁখোজ ছিল। এর মধ্যে তাঁর দেহ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার হাত বাধা ছিল বলে জানা গেছে। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধীকারী দাবি করেছেন যে তাদের কর্মীকে খুন করেছে এলাকায় তৃণমূলরা। ওই ব্যক্তির প্রতিদিন গুরুত্ব বৃদ্ধি পাওয়ার ফলে এই কাজ করেছে শাসক দলের নেতারা কর্মীরা।জানিয়েছেন শুভেন্দু অধীকারী।
এই বিষয়ে বাঁকুড়ার জেলা পুলিশ সুপারকেও কাঠগড়ায় তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধীকারী। এবং তাঁর বিরুদ্ধেও তদন্তে দাবি তুলেছেন তিনি।
তিনি জানিয়েছেন যে জেলা পুলিশ উর্দি পরা তৃণমূলের ক্যাডার ছাড়া কিছুই নয়। তাদের একটাই লক্ষ্য তৃণমূলের অস্তিত্ব টিকিয়ে রাখা যতদূর সম্ভব। পুলিশের ওপর ভরসা না রেখে তিনি এই ঘটনার তদন্তের জন্য সিবিআই তদন্তের দাবি তোলেন।
#BJP leader's body found hanging from tree in #WestBengal village
Read: https://t.co/J68FQ5c3yc pic.twitter.com/kQ5ZvUY4QC
— IANS (@ians_india) November 8, 2023