কলকাতা, ১ অক্টোবর: মহালয়া থেকেই আশঙ্কাটা সবার মনে উঁকি দিচ্ছে। এবার পুজোয় বৃষ্টিতে ভাসার আশঙ্কায় রাজ্যবাসীর মন খারাপ। তবে এর মধ্যেই সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী কটা দিন আবহাওয়ার উন্নতি হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আংশিকভাবে আকাশ মেঘলা থাকবে বলে বলেও আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে।
আর্দ্রতাজনিত অস্বস্তিওথাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। বাতাসে জলীয়বাষ্প থাকায় এই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলে জানানো হয়েছে। এর আগে হাওয়া অফিস পুজোতে বৃষ্টির সম্ভাবনার কথা বলেছিল। আগামী পাঁচদিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছিল। তবে আজ বলা হল, আগামী কটা দিন দক্ষিণবঙ্গে আবহাওয়ার খানিকটা উন্নতি হতে পারে। আজ, মঙ্গলবার সকালে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জায়গা থেকে রোদ ওঠার খবর এল। তবে দক্ষিণবঙ্গে সুখবর এলেও উত্তরবঙ্গের জন্য আশার খবর খুব একটা থাকছে না। আজও উত্তরবঙ্গে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে বলে খবর। আরও পড়ুন-নিঃশব্দে চলে গেলেন ‘শোলে’র ‘কালিয়া’ বিজু খোটে
গতকাল শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা ৷ বাংলাদেশ সংলগ্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল ৷ গতকাল জানানো হয়েছিল, আগামী ৮ থেকে ১০ অক্টোবরের মধ্যে বর্ষা বিদায় নিতে পারে। পুজোর আনন্দ বৃষ্টিতে ভেস্তে হওয়ার আশঙ্কা এরপর থেকেই শুরু হয়েছে ৷