শীতের ঝলমলে সকাল/ প্রতীকী ছবি (File photo)

কলকাতা, ১৯ নভেম্বর: ঠান্ডায় (Cold) জমে যাওয়ার দিন এল বলে। আসতে চলেছে শীতে (Winter) হাড় কাঁপানো দিন। বাঙালির রাত্রিবেলা আগুনের তাপে গরম উত্তাপ নেওয়ার দিনও এসে গেল। হৈ হৈ করে পিকনিক করার ধুম পরে যাবে এবার। ঝলসানো আগুনে চিকেন কাবাবও তৈরি হবে বনভোজনে। ছুটির দিনে ময়দান, ভিক্টোরিয়া, চিড়িয়াখানায় ঘুরে বেড়ানোর হিড়িকও শুরু হয়ে যাবে। এইদিনগুলিরই তো অপেক্ষায় ছিল বাঙালি।

আবহাওয়া অফিসের (Alipore Weather Department) খবর অনুযায়ী, আগামী কয়েক দিনে কলকাতায় (Kolkata) আরও খানিকটা নামবে তাপমাত্রার পারদ৷ চলতি সপ্তাহে বাড়বে শীতের আমেজ। আগামী কয়েকদিনে ১৮ ডিগ্রিতে (18 Degree) নামতে পারে তাপমাত্রার পারদ। রাজ্যজুড়ে ২ থেকে ৩ ডিগ্রি নামতে পারে তাপমাত্রা। তবে আবহাওয়া অফিস এও জানিয়েছে পাকাপাকি ভাবে শীত পড়তে এখনও দেরি আছে। জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir) ও হিমাচলে (Himachal Pradesh) তুষারপাতের জেরে উত্তর-পশ্চিম ঠান্ডা হাওয়া ঢুকছে রাজ্যে৷ তাই সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে৷ আজ কলকাতার  সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২০.৩ ডিগ্রি (20.3 Degree) সেলসিয়াস৷

আরও পড়ুন, মাইনে বৃদ্ধির দাবিতে ১০০০ জন পার্শ্বশিক্ষকের টানা ৭ দিন ধরে আন্দোলন, চলছে অনশন 

শীতে কাঁপতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। এবছর শীত আসতে একটু দেরিই হচ্ছে। বুলবুল ঘূর্ণিঝড়ের প্রভাবে শীত আসতে খানিকটা দেরি হয়েছে। তবে আপাতত আর শীতের পথে ঘূর্ণিঝড়ের কাঁটা নেই। আগামী দিনগুলোতে তরতরিয়ে নামবে পারদ। ঠান্ডা পড়বে জাঁকিয়ে।