কলকাতা, ৫ জানুয়ারি: রাজ্যে আরও নামল তাপমাত্রার (Temperature) পারদ। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। পশ্চিমের জেলাগুলিতেও আরও নেমেছে তাপমাত্রা। কোথাও কোথাও ঘন কুয়াশার (Fogg) দাপট লক্ষ্য করা গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Departmen) জানিয়েছে, সপ্তাহান্তে ফের তাপমাত্রা বাড়বে। আগামী সপ্তাহে রাজ্যজুড়ে বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে।
ডিসেম্বরের শেষে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া রাজ্যে প্রবেশের পথে বাধা হয়। আর সেই কারণে তাপমাত্রা বাড়ে। তবে, বাধা কাটিয়ে বছরের শুরুতেই রাজ্যে ফিরেছে শীত। জেলাগুলিতেও নেমেছে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে শীতের আমেজ বজায় থাকবে। তবে আগামী সপ্তাহে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে বাংলার দিকে। যার কারণে ফের চড়তে পারে তাপমাত্রার পারদ। হতে পারে বৃষ্টি। আরও পড়ুন: Covid-19: রাজ্যে দৈনিক করোনা আক্রান্ত ৯ হাজার ছাড়িয়ে গেল, বেড়েই চলেছে সংক্রমণ
বৃহস্পতিবার থেকেই বেশ কিছুটা বদলে যাবে আবহাওয়া। চড়বে তাপমাত্রার পারদ এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। সপ্তাহান্তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে উঠে যেতে পারে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি থেকে বেড়ে হতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস।