কলকাতা, ৪ জানুয়ারি: রাজ্যে দৈনিক করোনা ভাইরাসে (Corona Virus) আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে গেল। গতকাল যেখানে আক্রান্তের সংখ্যাটা ছিল ৬ হাজার ৭৮ জন। তার মানে হিসেবই পরিষ্কার রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৭৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে ১৬ জনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৬৮ জন। রাজ্যে এখন সক্রিয় করোনার রোগীর সংখ্যা ২৫ হাজার ৪৭৫ জন। রাজ্যে কঠোর কোভিড বিধি চালু হয়েছে। নাইট কার্ফু কঠোরভাবে রাজ্যজুড়ে লাগু করা হয়েছে। রাত ১০টা-র পর লোকাল ট্রেন চলাচল করছে না। স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। জিম, সেলুন, স্য়ুইমিং পুলও বন্ধ রাখা হয়েছে।
দেখুন টুইট
COVID-19 | West Bengal reports 9,073 new cases, 3,768 recoveries and 16 deaths today. Active cases 25,475 (+5,289) pic.twitter.com/wvHBiZVINz
— ANI (@ANI) January 4, 2022
এদিকে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে (North Bengal Medical College) করোনার থাবা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন পড়ুয়া করোনা (Coronavirus) সংক্রমিত। ১৪ পড়ুয়ার পাশাপাশি আরও ৫ জন উত্তরবঙ্গ মেডিকেলে আক্রান্ত বলে খবর। আরও পড়ুন: করোনায় আক্রান্ত বাবুল সুপ্রিয়, স্ত্রী, বাবাসহ একাধিক কর্মীও সংক্রমিত
এদিকে, মুম্বইয়ে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মুম্বইয়ে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখন ৪৭ হাজার ছাড়িয়ে গিয়েছে। মহারাষ্ট্রে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। দিল্লিতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে সাড়ে ৫ হাজার নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন।