West Bengal Weather Update: বাড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ , সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা
Summer Heat Wave (Photo Credits: Pixabay)

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ ক্রমশঃ ঊর্ধ্বমুখী। এখনই গরমের হাত থেকে স্বস্তি মিলবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের পশ্চিমাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি চলে যেতে পারে বলে জানিয়েছেন আবহবিদ সোমনাথ দত্ত। অন্যদিকে উত্তরবঙ্গে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং, কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে।  আজ ও কাল মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। তবে আজ বিকেলের পর বা সন্ধ্যার দিকে এবং কাল রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায়  বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে বৃষ্টির পরবর্তী ৭ থেকে ৯ ঘন্টা তাপমাত্রা কিছুটা সহনীয় অবস্থায় আসবে। পরে আবার তা বাড়তে শুরু করবে।

 আবহাওয়াবিদদের মতে এপ্রিলের শুরুতেই রীতিমতো উষ্ণতা জনিত ভোগান্তির শিকার হবেন দক্ষিণবঙ্গের মানুষ। পশ্চিমাঞ্চলের জেলা তো বটেই, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা এবং আর্দ্রতা দিনের পিক আওয়ারে অর্থাৎ বেলা ১২ টা থেকে ৩ টে পর্যন্ত নাজেহাল করবে মানুষকে।এদিকে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস- স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশী।সর্বোচ্চ তাপমাত্র ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। দু’একদিনের মধ্যে কলকাতার তাপমাত্রা আরো দু-তিন ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে সপ্তাহান্তে কোনও কোনও জায়গায় বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে।