West Bengal Weather Update: পশ্চিমী ঝঞ্ঝার জেরে আরও বাড়ল তাপমাত্রা, পারদ আরও চড়বে
Winter (Representational Image Only)

কলকাতা, ২৩ ডিসেম্বর: পশ্চিমী ঝঞ্ঝার জেরে আরও বাড়ল তাপমাত্রা (Temperature)। বেশির ভাগ জেলাতে তাপমাত্রা বেড়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, বড়দিন থেকে পারদ আরও চড়বে। মাসের শেষ সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বাড়তে পারে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। কলকাতার আকাশ পরিষ্কারই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কয়েকদিন আগেই কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শীতের (Winter) ঝোড়ো ব্যাটিং দেখা গিয়েছিল উত্তর-পশ্চিম ভারতের শৈত্যপ্রবাহের কারণে। কারণ, ওই এলাকা থেকেই ঠান্ডা উত্তুরে বাতাস বয়ে এসেছিল বাংলায়। হাওয়া অফিস জানিয়েছে, ঝঞ্ঝার জের কাটলে আবার জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে। উত্তুরে হাওয়া বাধাহীনভাবে বইতে শুরু করবে। তখন তাপমাত্রা ফের কমতে পারে। আরও পড়ুন: Omicron Cases In West Bengal: রাজ্যে হদিশ মিলল আরও ২ জন ওমিক্রন আক্রান্তের

গ্রাম বাংলায় অবশ্য শীতের দাপট চলছে বহু এলাকায়। দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে চলছে শীতের দাপট। বাকি জেলাগুলির অবস্থাও খানিকটা তাই।