Rain In West Bengal (Photo Credit: X)

কলকাতা, ১ সেপ্টেম্বর: মঙ্গলবার থেকে ফের দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টি হবে। হালকা থেকে ভারি বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে এমনই সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার অর্থাৎ ২ সেপ্টেম্বর থেকে কলকাতা (Kolkata), দুই পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম সর্বত্র ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে তাপমাত্রা আবার নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শহর কলকাতায় যেমন বৃষ্টি হবে, তেমনি অন্য জেলাগুলিতেও ভারি বৃষ্টির সতর্কতা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: Weather Forecast Of Bengal: বঙ্গোপসাগরের ওপরে আবারও নিম্নচাপ, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলায় বর্ষণের সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর

মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে ভারি বৃষ্টির যেমন সতর্কতা প্রকাশ করা হয়েছে, তেমনি উত্তরে (North Bengal) বৃষ্টিপাত এবার কমবে। উত্তরের জেলাগুলিতে এতদিন ধরে ভারি বৃষ্টির ফলে বিপর্যয়  নামতে শুরু করে। তবে এবার উত্তরে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।