West Bengal Weather Update: আপাতত বৃষ্টির বিরতি দক্ষিণবঙ্গে, নিস্তার নেই উত্তরবঙ্গের; আগামী কয়েকদিনে পারদ নামবে ১০ ডিগ্রিতে
আবহাওয়া উন্নতি হতে পারে। (Photo Credits: Pixabay)

কলকাতা, ৪ জানুয়ারি: শুক্রবার সারাদিন বৃষ্টিপাতের (Rains) পর বিরতি নিয়েছে বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গে (South Bengal) এখনও মেঘলা আকাশ (Cloudy)। ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে চারপাশ। কনকনে ঠান্ডায় জবুথবু পশ্চিমবঙ্গবাসী। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও অবিরাম বর্ষণের হাত থেকে নিস্তার নেই উত্তরবঙ্গবাসীর। টানা বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির পূর্বাভাসও রয়েছে উত্তরবঙ্গের (North Bengal) বেশ কিছু জেলায়।

দ্য ওয়াল-র খবর অনুযায়ী, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা ছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বৃষ্টির পরিমাণ বাড়বে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। শনিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। তবে মেঘলা আকাশ এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকাও আজও দু-একপশলা বৃষ্টির সম্ভাবনা রয়েই গিয়েছে। রবিবার থেকে আকাশ একদম পরিষ্কার থাকবে। রোদ ঝলমলে (Sunny) দিন থাকলেও থাকবে জাঁকিয়ে শীত। পারদ ১০ ডিগ্রি সেলসিয়াসে নামবে বলে সম্ভাবনা আবহবিদদের। আরও পড়ুন, দায়িত্ব নিয়ে সংসদের ভার সামলাবেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান, বছরে মাত্র দুটি ছবি করার সিদ্ধান্ত অভিনেত্রীর

দার্জিলিংয়ে প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদদের মতে, পশ্চিমী ঝঞ্ঝা এবং পুবালি হাওয়ার সংঘাতের ফলেই শুক্রবার থেকে বৃষ্টি শুরু হয়েছে। এই পশ্চিমী ঝঞ্ঝার অবস্থানের জন্যই উত্তুরে হাওয়া প্রবেশের পথে বাধা সৃষ্টি হচ্ছে। যার ফলে উত্তর-পূর্বের পার্বত্য অঞ্চল থেকে কনকনে শীতল হাওয়া ভূ-খণ্ডে প্রবেশ করতে পারছে না। ফলে গত সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জাঁকিয়ে ঠান্ডা পড়লেও গত কয়েকদিনে তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে।