West Bengal Monsoon: ভ্যাপসা গরম আর তাপপ্রবাহের দাপটে যখন জ্বলছিল বঙ্গবাসী তখন দেখা মেলেনি এক ফোটা বৃষ্টির। আকাশ পানে চেয়ে কালবৈশাখীর আগমনে কেটেছে গোটা গ্রীষ্মের বিকেলে। সামান্য ঝড়, কিংবা হালকা বৃষ্টিতেই গোটা গ্রীষ্ম কাটিয়েছে রাজ্যবাসী। এবার সময়ের আগেই দোরগোড়ায় বর্ষা। আগামী তিন দিনের মধ্যে পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকতে চলেছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কেরল, মহারাষ্ট্রের পর বাংলায় ধেয়ে আসছে মৌসুমি বায়ু। এর টানে সপ্তাহভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী ঝড়বৃষ্টি হবে। উত্তাল থাকবে সমুদ্র। ফলে মৎস্যজীবীদের আগামী কয়েকদিন সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
সোমবার আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর পাশাপাশি সিকিম হয়ে উত্তরবঙ্গে ঢুকবে। দানা বাঁধতে চলছে নিম্নচাপ। ভারী থেকে ইতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলোতে। এছাড়া দক্ষিণবঙ্গেও গোটা সপ্তাহ ধরে ঝড়বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূল এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। দিঘা, সুন্দরবনের সমুদ্রসৈকতে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পর্যটকদের নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশি নিরাপত্তা।
এদিকে রবিবার নির্দিষ্ট সময়েই এক সপ্তাহ আগেই কেরলে বর্ষা প্রবেশ করেছে। দেশের মধ্যে দক্ষিণের এই রাজ্যেই সবার আগে বর্ষা ঢোকে। অন্যদিকে সোমবার মহারাষ্ট্রেও বর্ষা ঢুকেছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর। নির্দিষ্ট সময়ের দুই সপ্তাহ আগেই বর্ষা হাজির। এবার পশ্চিমবঙ্গেও আগামী দুই তিন দিনের মধ্যে মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে বলে জানান দিল আলিপুর আবহাওয়া অফিস। উত্তরবঙ্গ হয়ে বর্ষা ঢুকে পড়বে রাজ্যে।