West Bengal Weather Update: সকাল থেকে রোদ থাকলেও দুপুর হতেই আকাশ মেঘলা। আজ, শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতর এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
আজ আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ (৭ থেকে ১১ সেমি পর্যন্ত) সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রঝড়-সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শনি ও রবিবার বৃষ্টি বাড়তে পারে কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং উপকূলবর্তী জেলাগুলিতে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা কম হলেও, আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১° সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১.৭° সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২.৯° সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ৭৩% থেকে ৯১% পর্যন্ত।
নিম্নচাপের প্রভাব
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যদিও বাংলায় সরাসরি এর প্রভাব পড়বে না, তবে প্রচুর জলীয় বাষ্প ঢুকে বৃষ্টি বাড়াতে পারে। আগামী রবিবার থেকে মঙ্গলবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে পূর্বাভাস। মৎস্যজীবীদের আপাতত ওড়িশা উপকূলে যেতে বারণ করা হয়েছে। আজ আংশিক মেঘলা আকাশ, বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিললেও, না হলে আর্দ্রতার কারণে গরম ও অস্বস্তি আরও তীব্র হতে পারে।