কলকাতা, ১৪ নভেম্বর: সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি (Rain), আকাশের মুখ ভার। তামিলনাড়ু থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত নিম্নচাপ (Depression) অক্ষরেখা। নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ। সেই কারণেই বৃষ্টি। সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বীরভূম, নদিয়া, দুই বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়াও, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। উত্তরবঙ্গের মালদা ও দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন: Mahua Mitra: তৃণমূলের গোয়া ইউনিট সামলানোর দায়িত্ব পেলেন সাংসদ মহুয়া মৈত্র
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। রাতের তাপমাত্রা স্বাভাবিকের বেশি থাকলেও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। উত্তরবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে।