কলকাতা, ১৩ নভেম্বর: তৃণমূল কংগ্রসের গোয়া ইউনিট (Trinamool Congress Goa Unit) সামলানোর দায়িত্ব পেলেন সাংসদ মহুয়া মৈত্র (Mahua Mitra)। আজ তাঁকে নিয়োগ করেছেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়।
দায়িত্ব পাওয়ার পর মহুয়া সংবাদমাধ্যমকে বলেছেন, "গোয়াতে তৃণমূলের ভাল ফল করার যথেষ্ট সুযোগ রয়েছে। আমার কাছে এই দায়িত্ব বড় চ্যালেঞ্জ। আমি সেই চ্যালেঞ্জ নিচ্ছি। কয়েকদিনের মধ্যেই গোয়া যাব। সেখানেই থাকব আপাতত।" আরও পড়ুন: Mamata Banerjee: পেট্রোল, ডিজেলের উপর থেকে শুল্ক কমাক রাজ্য, মমতাকে চিঠি অধীরের
Trinamool Congress appoints Mahua Moitra as the State in charge of Goa unit with immediate effect. pic.twitter.com/BbTcmT02Ee
— ANI (@ANI) November 13, 2021
আজই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালিরোকে রাজ্যসভায় প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেলে শনিবার এই খবর প্রকাশ করা হয়।