West Bengal Weather Update: ফের অসময়ের বৃষ্টি, টানা চার দিন ভিজবে বঙ্গ, কোন জেলায় কবে বৃষ্টি জেনে নিন
Rain (Photo Credit: File Ohoto)

শীত বিদায়ের সময় চলে এলেও অসময়ের বৃষ্টির বিরাম নেই। আবার বৃষ্টিতে ভিজতে চলেছে বঙ্গ (West Bengal)। টানা ৪ দিন নামবে বৃষ্টি (Rainfall)। ফলে শীত আরও পড়তে পারে বলেই অনুমান বঙ্গবাসীর। আগাম বৃষ্টির পূর্বাভাষ (West Bengal Weather Update) দিয়ে আজ সোমবার আলিপুর আবহাওয়া দফতর একটি বিবৃতি প্রকাশ করেছে। যাতে উল্লেখ রয়েছে, আগামীকাল ৩০ জানুয়ারি থেকে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। যা চলছে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে আবহাওয়াবিদদের পর্যবেক্ষণ, রাজ্য জুড়ে বৃষ্টি নামলেও শীত সেভাবে আর জাঁকিয়ে পড়বে না।

কোন জেলায় কবে বৃষ্টি নামবে আলিপুর হাওয়া অফিসের তরফে সেই তালিকাও প্রকাশ করা হয়েছে এদিন (West Bengal Weather Update)। দেখুন সেই তালিকা।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাষ...

৩০ জানুয়ারিঃ বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।

৩১ জানুয়ারিঃ দুই ২৪ পরগণা, নদিয়া এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গের বাকি জেলায় সামান্য বৃষ্টি।

১ ফেব্রুয়ারিঃ দক্ষিণবঙ্গের নানাপ্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

২ ফেব্রুয়ারিঃ নদিয়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণায় হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা যাবে। এছাড়া মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাষ...

৩০ জানুয়ারিঃ দার্জিলিং, কালিম্পং জুড়ে হালকা বৃষ্টি নামবে।

৩১ জানুয়ারিঃ দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হুবে।

১ ফেব্রুয়ারিঃ উত্তরবঙ্গ জুড়ে হালকা বৃষ্টি দেখা যাবে।