Durga Puja (Photo Credit: X/Screengrab)

কলকাতা, ২৯ সেপ্টেম্বর: আজ সপ্তমী। ষষ্ঠীর জনস্রোতে রবিবার ভেসেছে কলকাতা। বৃষ্টি কখন, কোথায় হবে পুজোর মাঝে, তার কোনও ইয়ত্তা নেই। দুর্গা পুজোয় (West Bengal Weather Forecast) বৃষ্টি হবে কি হবে না, তা নিয়ে নানা মুতির নানা মত ছড়াতে শুরু করেছে। দেবীপক্ষে ঈশ্বরের কৃপায় যাতে বৃষ্টি না হয়, সে বিষয়ে আপামর বাঙালি প্রার্থনা শুরু করেছেন মানুষের কাছে।

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, কলকাতায়  গুমোট গরম অনুভব করবেন মানুষ। সপ্তমীতে গরমের পারদ উর্দ্ধমুখী হবে রাজ্য় জুড়ে। সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে আশঙ্কা প্রকাশ করা হয়েছে হাওয়া অফিসের তরফে।

অর্থাৎ ষষ্ঠীতে দেবী দুর্গার বোধনে কোনও বিঘ্ন না হলেও, পরের এই ৪ দিন ঠিক কেমন যাবে, তা নিয়ে প্রবল আশঙ্কা ছড়াতে শুরু করেছে রাজ্যবাসীর মনে।

জানা যাচ্ছে, পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে একটি ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসছে। সেই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলা, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে ঠিক কতটা এবং কীভাবে পড়বে, সে বিষয়ে এই মুহূর্তে আবহাওয়া দফতরের তরফে এখনও কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: West Bengal Weather Forecast Today: মহাষষ্ঠীতে ভারত-পাক এশিয়া কাপ ফাইনাল, বৃষ্টিতে ভেস্তে যাবে গোটা দিন? যা জানাল আবহাওয়া দফতর

পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়...