Rain, Representational Image (Photo Credits: File Photo)

কলকাতাঃ ওড়িশা (Odisha) ও অন্ধ্র উপকূল দিয়ে ছত্তিশগড়ের দিকে এগোচ্ছে নিম্নচাপ। তার খানিক প্রভাব পড়তে পারে বাংলাজুড়ে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামী দু'দিন অর্থাৎ ষষ্ঠী, সপ্তমি দুর্যোগের মেঘ কাটলেও অষ্টমী, নবমীতে বাংলাজুড়ে ভারী বৃষ্টির ভ্রূকুটি। কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা?

ইতিমধ্যেই মহাষষ্ঠীতে কলকাতা-সহ আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। রবিবার হাওড়া, হুগলী, দুই মেদিনীপুর , ত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয়, সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামিকাল সপ্তমিতে সেভাবে দুর্যোগের পূর্বাভাস না থাকলেও ষ্টমীর দিন উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকায় ফের দুর্যোগের কবলে পড়তে পারে বাংলা। নবমী থেকে ঝড়বৃষ্টি বাড়তে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। উল্লেখ্য, পুজোর মুখে এক রাতের বৃষ্টিতেই বিপর্যস্ত হয়ে পড়ে কলকাতা। জলমগ্ন হয়ে পড়ে গোটা শহর। বৃষ্টির জেরে বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় গোটা শহর। তবে সেই ধাক্কা সামলে পুজোর আনন্দে ফেরার চেষ্টায় বাঙালি। তৃতীয়া, চতুর্থী থেকেই পুজো প্যান্ডেলে মানুষের ভিড়। বৃষ্টি মাথায় করেই পুজোর আনন্দে মেতেছে বাঙালি।

মহাষষ্ঠীতে ভারত-পাক এশিয়া কাপ ফাইনাল, বৃষ্টিতে ভেস্তে যাবে গোটা দিন? যা জানাল আবহাওয়া দফতর