কলকাতাঃ মহালয়ার(Mahalaya 2024) ভোর থেকেই বৃষ্টিতে(Rain) ভিজছে বাংলা(West Bengal)। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দিনভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস(Forecast) রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনভর মেঘলা থাকবে আকাশ। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। আজ, কলকাতার আকাশও আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ থেকে ৩৫ ডিগ্রির কাছাকাছি। আগামী দু'তিন দিনে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা গিয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অক্টোবরের মাঝামাঝি সময়ে বাংলা থেকে বিদায় নেবে বর্ষা।
আজ দিনভর কেমন থাকবে আবহাওয়া? কোথায় কোথায় বৃষ্টি?
⚠️🔴 Shubho #Mahalaya2024 Family ..Some Localised Activities Seen From Early Morning Due To Huge Moisture
⚠️Warning For Intense Spell Rain Wuth Gustily Wind For #WestBenga #Kolkata
⚠️ #Cyclone Possibilities 2nd Week Of October Update Coming Soon ! Stay Connected With Us pic.twitter.com/RNvdPaQoNa
— ✨🌧️ɪɴᴅɪᴀɴ ꜰᴏʀᴇᴄᴀꜱᴛᴇʀ✨🌧️ (@jackson10755839) October 2, 2024