কলকাতা, ২২ মার্চ: তৃণমূল নেতা খুনের অভিযোগে অগ্নিগর্ভ বীরভূমের রামপুরহাট। তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু শেখকে খুনের অভিযোগ উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে রামপুরহাটের বগটুই গ্রাম। ভাদু শেখকে লক্ষ্য করে দুষ্কৃতী বোমা ছোঁড়ার পর .গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। গুরুতর আহত অবস্থায় ভাদু শেখকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হলে, সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
এরপর স্থানীয় এলাকায় একের পর এক বাড়িতে আগুন লাগানো হয় বলে অভিযোগ। যা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত রামপুরহাটের বগটুই গ্রাম থেকে ১০ জনের ঝলসানো মৃতদেহ উদ্ধার করা হয়।
West Bengal | Around 10-12 houses were set on fire last night. A total of 10 dead bodies have been recovered, 7 dead bodies were retrieved from a single house: Fire officials on death of several people after a mob allegedly set houses on fire and killed a TMC leader in Birbhum. pic.twitter.com/KOW2ldlCgy
— ANI (@ANI) March 22, 2022
আরও পড়ুন: Pakistan: পাকিস্তানে প্রকাশ্য রাস্তায় অপহরণের চেষ্টা, বাধা দেওয়ায় খুন হিন্দু কিশোরী
বগটুই গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা ওই ঘটনার সঙ্গে যুক্থ, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানায় রামপুরহাট পুলিশ।