কলকাতা, ১৪ জানুয়ারি: ২৪ ঘণ্টায় বাংলায় (West Bengal) কোভিড (Covid-19) আক্রান্ত হলেন ২২ হাজার ৬৪৫ জন। ওই সময়ে মৃত্যু হয়েছে ২৮ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৬৮৭ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বাংলার মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৬৩ হাজার ৬৯৭। মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ১৩ জনের। মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ৯৮ হাজার ২০১ জন। বর্তমানে রাজ্যে ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জনের চিকিৎসা চলছে। রাজ্যে সংক্রমণের হার বেড়ে হয়েছে ৩১.১৪ শতাশ।
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। রাজধানীতে একদিনে ৬ হাজার ৮৬৭জন আক্রান্ত হয়েছেন। ৭ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণে কলকাতার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে সংক্রমণের হারও অত্যন্ত বেশি। উত্তর ২৪ পরগনা একদিনে ৮ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে যথাক্রমে ২ জন, ৩ জন ও ২ জনের মৃত্যু হয়েছে। আরও পড়ুন: Covid-19 Vaccination: দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে শয্যাশায়ী ছিলেন, কোভিড টিকা নিতেই হাঁটতে, কথা বলতে শুরু করলেন!
আজ করোনা টেস্টের ক্ষেত্রে নয়া গাইডলাইন জারি করেছে স্বাস্থ্য দফতর। তাতে জানানো হয়েছে, যারা উপসর্গহীন তাদের কোনও টেস্ট করার প্রয়োজন নেই। করোনা পজিটিভ রোগীর সংস্পর্শে আসা উপসর্গহীন ব্যক্তির টেস্ট করার প্রয়োজন নেই। তবে ৬০ বছরের উর্ধ্বে কোমর্বিডিটি আছে, এমন কেউ পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এলে টেস্ট করাতে হবে।