Representational Image (Photo Credits: PTI)

কলকাতা, ১ জুলাই: টানা বৃষ্টিতে রাজ্যের কিছু জায়গা জলের তলায়। তাদের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা পাঁশকুড়া ও তার পার্শ্ববতী এলাকা। পাঁশকুড়া টাউন, হাউর, রাধাবল্লভপুর-সহ বিস্তীর্ণ এলাকা বৃষ্টির জলে ইতিমধ্যেই পুরোপুরি জলের তলায়। আরামবাগের খানাকুল সহ বিভিন্ন অঞ্চল জলের তলায়। পাঁশকুড়ার কংসাবতী নদী (Kangsabati River)-র জলস্তর বেড়েই চলেছে। কারণ একদিকে অত্যধিক বৃষ্টি, তার ওপর মুকুটমণিপুর জলাধার থেকে ছাড়া জল। মুকুটমণিপুরের জল এখন কাটা ঘায়ে নুনের ছেটার মত হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর কাছে। ছাড়া জলের চাপে পাঁশকুড়ার পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তিলোন্দপুর এলাকায় নদীর পাড়ে বড় ফাটল ধরা পড়েছে।

নদীবাঁধে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কিত পাঁশকুড়ার ১৮ নম্বর ওয়ার্ড-সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন। এই অঞ্চলের ৩ নম্বর ওয়ার্ডে সেরহাটি-সহ বিভিন্ন নদীপাড়ে ফাটল দেখা দিয়েছে। পাঁশকুড়া সবজি চাষের জন্য বিখ্যাত। এ অঞ্চলের অধিকাংশ মানুষ কৃষিজীবী, শাকসব্জী, ফুল চাষের উপরই নির্ভরশীল। সবই জলের তলায় চলে যাওয়ায় বড় ক্ষতির মুখে এলাকার চাষীরা।

এদিকে, আগামী সপ্তাহে রাজ্যজুড়ে বৃষ্টি হবে বলে জানাল হাওয়া অফিস। রবিবার আগামী এক সপ্তাহের বুলেটিনে জানিয়েছে, আগামী সাত দিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই চলবে বৃষ্টি চলবে বলে আবহাওয়া দফতরের এক বুলেটিনে জানানো হয়েছে। রাজ্যের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।